jagannathpurpotrika-latest news

আজ, , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা «» শান্তিগঞ্জে প্রাণী সম্পদ বিভাগের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হাঁস মোরগ গবাদি পশুর পালনের বিকল্প নাই-এম এ মান্নান «» শান্তিগঞ্জে হাঁসে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে নিহত ১ «» জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন «» দুই গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ৪০ «» এম. ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মাকলিপি «» বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ «» জগন্নাথপুরে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার «» বিশ্বনাথে মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ৭ কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব «» টেস্ট পরীক্ষার নামে বাড়তি ফি নেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী



বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতা গ্রান্ড ফাইনাল শুক্রবার

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ‘শিক্ষা ও মেধা’র মানোন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া উপজেলা ও পৌর এলাকার মাধ্যমিক বিদ্যালয়গুলোকে অনুষ্ঠিত ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’র গ্রান্ড ফাইনাল শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

গ্রান্ড ফাইনালের বিষয় থাকবে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’। ফাইনালে উত্তীর্ণ হওয়া দু’দলের মধ্যে বিষয়টির পক্ষে- একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে- আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় বিতর্কে অংশ নেবে।

‘সার্চিং মেরিটস’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’ কর্তৃপক্ষ বুধবার (৮ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ এমএ মজনু ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগীতার ফাইনালের দিনক্ষণ ঘোষণা করে।

এসময় কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিকদের জানান প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল ঝাঁকজমকভাবে আয়োজনের পাশাপাশি রয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানমালা। ফাইনাল প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন ও বক্তব্য রাখবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভ‚ইয়া।

সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্টের সভাপতি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

এসময় বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্টের প্রবর্তক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুসগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মজনু, কিউরিয়াস ফর ট্যালেন্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, সহ সভাপতি প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী, সদস্য আনহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন এম এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমদ, সংগঠক আবিদুল হক রুমেল প্রমুখ নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ