ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের চরমহল্লাহ ইউনিয়নের কাইল্যারচর সৈয়দ শাহ অছিউল্লাহ (রহঃ)ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী-বোরকা ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এসব আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। এ উপলক্ষে দাতা ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব আলা মিয়াকে ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ওয়ারিছ আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাওলানা ডঃ মইনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য দেন চরমহল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত।
বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব আলা মিয়া,চরমহল্লাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন খান,আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিপলু আহমদ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা নজমুল হক নসিব।
সভা শেষে মাদ্রাসার ১৩০ জন শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী-বোরকা এবং ৫০ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।