ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর সভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ধন মিয়া (৫০) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন মিয়া পৌর সভার ভাসখালা গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানাগেছে শুক্রবার দুপুরে শহরে একটি বিয়ের অনুষ্টানে টাকা লেন দেনের বিষয় নিয়ে বাগবাড়ি গ্রামের সাদমান মাহমুদ সানির সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় বিকেলে তার উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।
এদিকে হামলার ঘটনায় হামলাকারিদের দ্রুত আইনের আওতায় এনে তাদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে ভাসখালা গ্রামে শামছু মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানা অভিমুখে রওয়ানা হলে সুলেমান কমিউনিটি সেন্টারের পাশে এসে থানার এস আই আসাদুজ্জামান রাসেল মিছিলকারীদের বারণ করেন এবং দ্রুত হামলাকারিদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা মিছিল নিয়ে গ্রামের দিকে চলে যায়।##