jagannathpurpotrika-latest news

আজ, , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকিতে নিরুপায় স্বামী! «» সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচন: ইকু সভাপতি, সিরাজ সম্পাদক «» স্কুলছাত্রী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার «» মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা «» শান্তিগঞ্জে প্রাণী সম্পদ বিভাগের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হাঁস মোরগ গবাদি পশুর পালনের বিকল্প নাই-এম এ মান্নান «» শান্তিগঞ্জে হাঁসে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে নিহত ১ «» জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন «» দুই গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ৪০ «» এম. ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মাকলিপি «» বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ



ছাতকে ব্যবসায়ী নেতৃবৃন্দের উপর লাফার্জের ১শ’ ৮৪ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা!!

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী ও শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলনকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে অবশেষে ১শ’ ৮৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে লাফার্জ হোলসিম লিমিটেড । তারা লাফার্জ-হোলসিম লিমিটেডের ক্রাশিং চুনাপাথর বিক্রি বন্ধের দাবীতে একাধিক আন্দোলন করেছেন।
ব্যবসায়ীদের আন্দোলনে ক্ষতি লাফার্জ-হোলসিম লিমিটেডের ক্ষতি এমন অভিযোগ এনে গত বছরের ২ নভেম্বর সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে লাফার্জ হোলেসিম বাংলাদেশ লিমিটেডের পক্ষে মামলাটি দায়ের করেন অরুণ কুমার সাহা। ৩টি ধাপে ১শ ৮৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলা আদালতে দায়ের করা হয়।
মামলায় ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট,ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী,ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান ও ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাসগং দের আসামী করা হয়েছে। বুধবার এ মামলার নামাংকিত সকল ব্যবসায়ী (আসামীদের) নামে সমন জারি করেছেন আদালত।
এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান,অবৈধভাবে লাফার্জ হোলসিমের ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রির ব্যবসা টিকিয়ে রাখতে তারা হুমকি স্বরূপ এ ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে। ব্যবসায়ী নেতৃবৃন্দের উপর লাফার্জ হোলসিমের মামলা দায়েরের খবরে বিক্ষুব্ধ
হয়ে উঠেছে এখানের ব্যবসায়ী সংগঠনগুলো।

বুধবার (১১ জানুয়ারি) রাতে ছাতকস্থ লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের কার্যালয়ে তাৎক্ষনিক এক বৈঠকে লাফার্জ হোলসিমের এহেন কার্যকলাপের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা নেতৃবৃন্দ।
তারা অভিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন,অন্যতায় আন্দোলনের মুখে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে লাফার্জ হোলসিমকে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ