কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ
অসৎ মানুষের মূখের ভাষা খুবই জঘন্য,
ভালো মানুষের ভাষায় জীবন হয় ধন্য।
আচরণে বুঝা যায় বংশের পরিচয়,
অশিক্ষিত বা শিক্ষিত বিষয় নয়।
অশিক্ষিত বা শিক্ষিত হলে আর কি হয়,
তার ব্যবহারে চুরমার এ হৃদয়।
অশিক্ষিত বা শিক্ষিত হোক না যেমন,
আচরণে বুঝিয়ে দেয় বংশ মর্যাদা কেমন।
ধনী আর গরীব বিষয় নয়,
আচরণে বোঝা যায় আসল পরিচয়।
টাকার পাহাড় হলেই আসল মানুষ নয়,
টাকা হলেই মানুষ মানুষ নয়।
মানুষ হতে হলে মনুষ্যত্ববোধ থাকতে হয়,
অমানুষ সে তার বিবেক জাগ্রত নয়।
লেখখঃ- কাজী ও সাংবাদিক।