jagannathpurpotrika-latest news

আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :কবিতা- মা

কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ

মা জীবন চলার বড়ই এক শক্তি,
মার ভালোবাসাতে বিরাট তৃপ্তি।

মা নাই গৃহে যার ভালোবাসা নাই তার,
মার ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার।

মা গৃহে থাকিলে পথ পানে থাকেন চাহিয়ে,
মা সন্তানের প্রতি ভালোবাসা দেন উজাড় করিয়ে।

মা নাই গৃহে কেহ জিজ্ঞেস করেনা বাড়িতে প্রবেশ করিলে,
মার ভালোবাসা পূরণ হবেনা এ জীবন গেলে।

মা এ পৃথিবীতে আল্লাহর এক অপরূপ দান,
মার ভালোবাসা না থাকলে জীবন হয় খান খান।

মা আছে যার শ্রদ্ধা ভক্তি কর বার বার,
মা চলে গেলে ভালোবাসা পাবেনা আর।

মায়ের ভালোবাসা এ পৃথিবীতে কেহ দিবেনা,
মা অমূল্য সম্পদ চলে গেছেন ফিরে আর পাবোনা।

মাকে হারানোর ব্যাথা আর শুন্যতা ছাড়া আর কিছুই নাই,
সন্তানের জীবনে মায়ের কোন বিকল্প নাই।

মার সাথে স্মৃতির অলিন্দে কতই না কিছু মনে পড়ে,
মার জন্য খোদার কাছে জান্নাত কামনা করি হৃদয় ভরে।

লেখকঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ