কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ
এত ভাব-সাব ভালো না,
ভাব-সাব দেখালে মানুষ ভালো বলেনা,
ভাব-সাব দেখিয়ে মর্যাদা বাড়েনা,
ভাব-সাব ক্ষতির কারণ ছাড়া আর কিছু না।
ভাব-সাব ভালো মানুষ দেখায় না,
ভাব-সাব ভালো কিছু বয়ে আনেনা,
ভাব-সাব অহংকারী ছাড়া আর কিছুনা,
ভাব-সাব ভাল গুণ দেখায়না।
ভাব-সাব প্রকাশে লাভ হয় না,
ভাব- সাব দেখালে ভালো মানুষ হয়না,
ভাব- সাব বিনয়ীরা দেখায়না,
ভাব- সাব বাদ দিয়ে বড়দের কর বজনা,
ভাব-সাব দেখিয়ে বেশী কথা ভালো না,
ভাব-সাব দেখালে মানুষ ভালো বাসেনা।
ভাব-সাব ভালো মানুষের সহ্য হয়না,
ভাব- সাব না দেখিয়ে ভালো মানুষ হওনা?
লেখকঃ- কাজী ও সাংবাদিক।